No Internet Connection !

পিরোজপুর জেলা পরিচিতি

প্রশ্ন: পিরোজপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: পিরোজপুর জেলার সীমানা কি? উ: পিরোজপুর জেলার সীমানা:

✅ উত্তরে: বরিশাল ও গোপালগঞ্জ

✅ দক্ষিণে: বরগুনা

✅ পূর্বে: ঝালকাঠি

✅ পশ্চিমে: বাগেরহাট জেলা


প্রশ্ন: পিরোজপুর জেলার আয়তন কত? উ: ১২৭৭.৮০ বর্গকিমি।
প্রশ্ন: পিরোজপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: শিক্ষাদীপ্ত পিরোজপুর।
প্রশ্ন: পিরোজপুর জেলার গ্রাম কতটি? উ: ৬৪৮ টি।
প্রশ্ন: পিরোজপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৫৩ টি।
প্রশ্ন: পিরোজপুর জেলার উপজেলা/থানা কতাট ও কি কি? উ: ৭ টি। পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, জিয়ানগর, নাজিরপুর, স্বরূপকাঠি ও কাউখালী।
প্রশ্ন: পিরোজপুর জেলার পৌরসভা কতটি? উ: ৪ টি।
প্রশ্ন: পিরোজপুর জেলার নদ-নদী কি কি? উ: মধুমতি, কালীগঙ্গা, বালেশ্বর, কোচাখালী ইত্যাদি।
প্রশ্ন: পিরোজপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: ঔষধ শিল্প, জুট মিল, টেক্সটাইল মিল, তাঁত শিল্প, কুটির শিল্প প্রভৃতি।
প্রশ্ন: পিরোজপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: ছারছীনার দরবার শরীফ (নেছারাবাদ), রায়বাহাদুর চৌধুরীর ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ (বায়েরকাঠী, সদর উপজেলা), জমিদারী নিদর্শন (শেরে বাংলার মাতুলালয়, কাউখালী), ভেলাই চোগদারের দীঘি ও ঐতিহাসিক মসজিদ (ভাণ্ডারিয়া)।
প্রশ্ন: পিরোজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: তোফাজ্জল হোসেন ফ্রানিক মিয়া (সাংবাদিক), আহসান হাবীব (কবি), মঈনুল আহসান সাবের, সৈয়দ আজিজুল হক (কবি ও সাহিত্যিক), ব্যারিস্টার মইনুল হোসেন (আইনজীবী), জুয়েল আইচ (যাদুকর), আনোয়ার হোসেন মঞ্জু (রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: pirojpur.gov.bd
top
Back
Home
Gsearch